🟣 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, মৌলভীবাজারের সাথে যোগাযোগের ঠিকানা ১০ নং ভানুগাছ রোড, গোল চত্বর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। 🟣 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়।
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
(ক) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬
(খ) বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫
(গ) জাতীয় শ্রম নীতি, ২০১২
(গ) জাতীয় শিশুশ্রম নিরসন নীতিমালা, ২০১০
(ঘ) গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫
(ঙ) জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতমালা, ২০১৩
পোলিং
মতামত দিন