Wellcome to National Portal

🟣 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, মৌলভীবাজারের সাথে যোগাযোগের ঠিকানা ১০ নং ভানুগাছ রোড, গোল চত্বর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।  🟣 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী রেকর্ড-রেজিস্টার (প্রযোজ্য ক্ষেত্রে)

বাংলাদেশ শ্রম আইন২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা২০১৫ অনুযায়ী রেকর্ড-রেজিস্টার (প্রযোজ্য ক্ষেত্রে)

ক্রম

রেকর্ড-রেজিস্টারের নাম

ধারা / বিধি

ফরম নং

শ্রমিকের নিয়োগপত্র

ধারা ৫, বিধি ১৯

আদর্শ নিয়োগপত্রের নমুনা

শ্রমিকের পরিচয়পত্র

ধারা ৫ এবং বিধি ১৯(৫)

ফরম ৬

নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই ইস্যু রেজিস্টার

ধারা ৫, ৬ এবং বিধি ১৯(৭)

ফরম ৬(ক)

সার্ভিস বহি

ধারা ৭, বিধি ২০(১)

ফরম ৭

শ্রমিক রেজিস্টার

ধারা ৯(১)(২) এবং বিধি ২৩(১)

ফরম ৮

ছুটির রেজিস্টার

ধারা ১০, ১১৫, ১১৬, ১১৭ এবং বিধি ২৪, ১০৮

ফরম ৯ 

প্রসূতি সুবিধা রেজিস্টার

ধারা ৩৯ এবং বিধি ৩৯

ফরম ১৯

চুনকাম রেজিস্টার

ধারা ৫১, ৫৯, ৯২ এবং বিধি-৪৪

ফরম ২০

অগ্নি নির্বাপন প্রশিক্ষণ রেকর্ড

ধারা ৬২, এবং বিধি ৫৫(১০)

ফরম ২২

১০

অগ্নি নির্বাপন মহড়া রেজিস্টার

ধারা ৬২(৮) এবং বিধি ৫৫(১৪)

ফরম ২২(ক)

১১

শ্রমিকদের পিপিই সরবরাহ রেজিস্টার

ধারা ৫৭(১), ৬৭(৩), ৬৮(৯) এবং বিধি ৫৭

ফরম ২৩

১২

উত্তোলক যন্ত্র পরীক্ষার রেজিস্টার

ধারা ৬৮(ক)(৩), এবং বিধি ৬০(১)(ঘ)

ফরম ২৪

১৩

প্রেসার ভেসেল পরীক্ষার রেজিস্টার

ধারা ৭১, এবং বিধি ৬২(৮)

ফরম ২৫(ক)

১৪

বিপজ্জনক চালনায় স্বাস্থ্য পরীক্ষার রেজিস্টার

ধারা ৭৯ এবং বিধি ৬৮(৪)

ফরম ২৬

১৫

বিপজ্জনক চালনায় স্বাস্থ্য পরীক্ষার রেজিস্টার

ধারা ৭৯ এবং বিধি ৬৮(৪)

ফরম ২৬(ক)

১৬

প্রত্যেক আহত ও নিহত ব্যক্তির জন্য পৃথক নোটিশ

ধারা ৮০ এবং ৬৯(২) ও ৭০

ফরম ২৭

১৭

দুর্ঘটনার রেজিস্টার এবং দুর্ঘটনার মাসিক প্রতিবেদন

ধারা ৮০ এবং বিধি ৭৩(১)

ফরম ২৮

১৮

ভবনের উপযুক্ততা সম্পর্কে প্রত্যয়ন

ধারা ৮০, বিধি ৭৫ এবং তফসিল ৩(গ)(৪)

ফরম ৩২

১৯

ক্ষতিপূরণমূলক ছুটির রেজিস্টার

ধারা ১০৪ এবং বিধি ১০১(৬)

ফরম ৩৩

২০

দৈনিক হাজিরা ও অধিকাল কাজের রেজিস্টার

ধারা ১০৮(৩) এবং বিধি ১০২(৪)

ফরম ৩৪

২১

মহিলাদের রাত্রিকালীন কাজে সম্মতিপত্র (ফরম ৩৫) এবং প্রত্যাহার (৩৫ক)

ধারা ১০৯ এবং বিধি ১০৩(১)

ফরম ৩৫ এবং ৩৫(ক) 

২২

রাত্রিকালীন কাজে নারী শ্রমিকের সম্মতি প্রদানের রেজিস্টার

ধারা ১০৯ এবং বিধি ১০৩(৪)

ফরম ৩৬


২৩

কাজের সময় সূচি অনুমোদনের ফরম (১ পালা, ২ পালা, ৩ পালা)

ধারা ১১১(৮) এবং বিধি ১০৫(১)

ফরম ৩৭, ৩৭(ক), ৩৭(খ)

২৪

মজুরির রেজিস্টার ও মজুরি স্লিপ

ধারা ১২১ এবং বিধি ১১১(১) ও ১১১(৩)

ফরম ৩৮

২৫

ক্ষতি বা বিনষ্টির জন্য মজুরী কর্তন রেজিস্টার

ধারা ১২৭ এবং বিধি ১১৬

ফরম ৩৯

২৬

অর্ধ বার্ষিক বিবরণী

ধারা ৩৩৩ এবং বিধি ৩৬২

ফরম ৮০

২৭

বার্ষিক বিবরণী

ধারা ৩৩৩ এবং বিধি ৩৬২ 

ফরম ৮১

২৮

মঞ্জুরকৃত কারখানা/শিল্প/বাণিজ্য প্রতিষ্ঠান লাইসেন্স

ধারা ৩২৬ এবং বিধি ৩৫৫

তফসিল ৭ দ্রষ্টব্য

২৯

কারখানার ক্ষেত্রে অনুমোদিত মেশিন লে-আউট প্লান

ধারা ৩২৬ এবং বিধি ৩৫৩ মোতাবেক

বিধি ৩৫৩


 

এছাড়াও পরিদর্শনকালে নিন্ম বর্ণিত রেকর্ডনথিপ্রত্যয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে

  • কারখানা/প্রতিষ্ঠানে নিজস্ব চাকরি বিধি (যদি থাকে) মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত কি-না [ধারা ৩, বিধি ৪]
  • সেফটি কমিটির কার্যক্রম [ধারা ৯০ক, বিধি ৮০-৮৫, তফসিল ৪] 
  • যৌন হয়রানি প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম [মহামান্য হাইকোর্টের ২০০৯ সালের নির্দেশনা অনুযায়ী] 
  • লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক ওয়্যারিং সঠিকত্ব সনদ [বিধি ৫৮(২)(৮)(১০)] 
  • শ্রম আইনের সার সংক্ষেপসহ অধিদপ্তরের ঠিকানা প্রদর্শন [ধারা ৩৩৩ এবং বিধি ৩৬২]


রেকর্ড সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা 

আইন ও বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে প্রদত্ত সকল নোটিশ, আদেশ, রশিদ, সার্টিফিকেট, দলিলপত্র ও রেজিস্টার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী তিন বৎসর পর্যন্ত সংরক্ষণ করতে হবে এবং পরিদর্শক চাহিবামাত্র উপস্থাপন করতে হবে। [বিধি ৩৬৩]

অফিস ঠিকানা : ১০ নং ভানুগাছ রোড, গোল চত্বর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ফোন : ০১৩১২২১৬৩৫৭, ই-মেইল : dig.moulvibazar@gmail.com