বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী রিপোর্ট/রিটার্ন (প্রযোজ্য ক্ষেত্রে)
ক্রম |
রিপোর্ট/রিটার্নের নাম |
ধারা / বিধি/ ফরম নং |
দাখিলের তারিখ / সময় |
১ |
নতুন ব্যবস্থাপক নিযুক্ত হইলে, মালিক কর্তৃক মহাপরিদর্শকের নিকট লিখিত নোটিশ |
ধারা ৩২৫(৩), বিধি ৩৫২ |
নতৃন ব্যবস্থাপক কাজে যোগদানের তারিখ হতে সাত দিনের মধ্যে |
২ |
কারখানা/প্রতিষ্ঠানে উৎপাদন/কাজ শুরু করিবার পূর্বে নোটিশ |
ধারা ৩২৫, বিধি ৩৫২(১) দ্রষ্টব্য, ফরম ৭৫ |
উৎপাদন/কাজ শুরু করিবার পূর্বে |
৩ |
অর্ধবার্ষিক রিটার্ন |
ধারা ৩৩৩(খ), বিধি ৩৬৩(২), ফরম ৮০ |
১৫ জুলাই তারিখের মধ্যে |
৪ |
বার্ষিক রিটার্ন |
ধারা ৩৩৩(খ), বিধি ৩৬৩(২)(খ), ফরম ৮১ |
১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে |
৫ |
মাতৃত্বকল্যাণ সুবিধাভোগীদের তথ্য |
ধারা ৪৭ এবং বিধি ৩৯(৪), ফরম ১৯ |
মাসিক রিটার্ন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে। বার্ষিক রিটার্ন পরবর্তী বৎসর ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে। |
৬ |
প্রাপ্ত বয়স্ক শ্রমিকের কাজের সময়ের নোটিশ |
ধারা ১১১, বিধি ১০৫, ফরম ৩৭, ৩৭(ক) অথবা ৩৭(খ) |
কাজ শুরুর পূর্বে। পরিবর্তন সাপেক্ষে প্রতি বার। |
৭ |
প্রত্যেক আহত/নিহত ব্যক্তির জন্য পৃথক পৃথক নোটিশ |
ধারা ৮০, বিধি ৬৯(২) ও ৭০, ফরম ২৭ এবং ২৭(ক) |
ফরম ২৭ অনুযায়ী ২ দিনের মধ্যে এবং
|
৮ |
বিপজ্জনক চালনায় নিয়োজিত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা ও সক্ষমতার প্রত্যয়ন |
ধারা ৭৯, বিধি ৬৮(৪), ফরম ২৬ |
বৎসরে অন্তত ১ বার |
৯ |
দুর্ঘটনা ও পেশাগত ব্যাধির চূড়ান্ত প্রতিবেদন |
ধারা ৮০ এবং বিধি ৬৯(৩), ফরম ২৭(ক) |
ফরম ২৭(ক) অনুযায়ী ২ মাস অথবা শ্রমিক কাজের যোগদানের পর। |
১০ |
বিপজ্জনক ঘটনার নোটিশ |
ধারা ৮১, বিধি ৭১, ফরম ২৭(খ) |
কেই আহত হউক বা না হউক বিস্ফোরণ, অগ্নিকান্ড অথবা মেশিনের গুরুতর দুর্ঘটনা ঘটার ৩ দিনের মধ্যে নোটিশ। |
১১ |
দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেজিস্টার এবং মাসিক দুর্ঘটনার প্রতিবেদন ছক |
ধারা ৮০ এবং বিধি ৭৩(১), ফরম ২৮ |
ষান্মাসিক। |
১২ |
পেশাগত ও বিষক্রিয়াজনিত ব্যাধির নোটিশ |
ধারা ৮২ এবং বিধি ৬৮(৭) ও ৭৪(১), ফরম ২৯ |
২৪ ঘন্টার মধ্যে। |
১৩ |
লে-অফ/লক আউট/বন্ধ/স্থানান্তরিত কারখানা/প্রতিষ্ঠানের বিবরণী |
ধারা ১৬, বিধি ২৫(১), ৩২(ক)(অ) ও ৩২(খ)(ঈ), ফরম ১০ |
অনতিবিলম্বে |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস