Wellcome to National Portal

🟣 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, মৌলভীবাজারের সাথে যোগাযোগের ঠিকানা ১০ নং ভানুগাছ রোড, গোল চত্বর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।  🟣 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী রিপোর্ট/রিটার্ন (প্রযোজ্য ক্ষেত্রে)

বাংলাদেশ শ্রম আইন২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা২০১৫ অনুযায়ী রিপোর্ট/রিটার্ন (প্রযোজ্য ক্ষেত্রে)

 

ক্রম

রিপোর্ট/রিটার্নের নাম

ধারা / বিধি/ ফরম নং

দাখিলের তারিখ / সময়

নতুন ব্যবস্থাপক নিযুক্ত হইলে, মালিক কর্তৃক মহাপরিদর্শকের নিকট লিখিত নোটিশ

ধারা ৩২৫(৩), বিধি ৩৫২

নতৃন ব্যবস্থাপক কাজে যোগদানের তারিখ হতে সাত দিনের মধ্যে

কারখানা/প্রতিষ্ঠানে উৎপাদন/কাজ শুরু করিবার পূর্বে নোটিশ

ধারা ৩২৫, বিধি ৩৫২(১) দ্রষ্টব্য, ফরম ৭৫

উৎপাদন/কাজ শুরু করিবার পূর্বে

অর্ধবার্ষিক রিটার্ন

ধারা ৩৩৩(খ), বিধি ৩৬৩(২), ফরম ৮০

১৫ জুলাই তারিখের মধ্যে

বার্ষিক রিটার্ন

ধারা ৩৩৩(খ), বিধি ৩৬৩(২)(খ), ফরম ৮১

১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে

মাতৃত্বকল্যাণ সুবিধাভোগীদের তথ্য

ধারা ৪৭ এবং বিধি ৩৯(৪), ফরম ১৯

মাসিক রিটার্ন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে। বার্ষিক রিটার্ন পরবর্তী বৎসর ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে।

প্রাপ্ত বয়স্ক শ্রমিকের কাজের সময়ের নোটিশ

ধারা ১১১, বিধি ১০৫, ফরম ৩৭, ৩৭(ক) অথবা ৩৭(খ)

কাজ শুরুর পূর্বে। পরিবর্তন সাপেক্ষে প্রতি বার।

প্রত্যেক আহত/নিহত ব্যক্তির জন্য পৃথক পৃথক নোটিশ

ধারা ৮০, বিধি ৬৯(২) ও ৭০, ফরম ২৭ এবং ২৭(ক)

ফরম ২৭ অনুযায়ী ২ দিনের মধ্যে এবং


বিপজ্জনক চালনায় নিয়োজিত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা ও সক্ষমতার প্রত্যয়ন

ধারা ৭৯, বিধি ৬৮(৪), ফরম ২৬

বৎসরে অন্তত ১ বার

দুর্ঘটনা ও পেশাগত ব্যাধির চূড়ান্ত প্রতিবেদন

ধারা ৮০ এবং বিধি ৬৯(৩), ফরম ২৭(ক)

ফরম ২৭(ক) অনুযায়ী ২ মাস অথবা শ্রমিক কাজের যোগদানের পর।  

১০

বিপজ্জনক ঘটনার নোটিশ

ধারা ৮১, বিধি ৭১, ফরম ২৭(খ)

কেই আহত হউক বা না হউক বিস্ফোরণ, অগ্নিকান্ড অথবা মেশিনের গুরুতর দুর্ঘটনা ঘটার ৩ দিনের মধ্যে নোটিশ।

১১

দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেজিস্টার এবং মাসিক দুর্ঘটনার প্রতিবেদন ছক

ধারা ৮০ এবং বিধি ৭৩(১), ফরম ২৮

ষান্মাসিক।

১২

পেশাগত ও বিষক্রিয়াজনিত ব্যাধির নোটিশ

ধারা ৮২ এবং বিধি ৬৮(৭) ও ৭৪(১), ফরম ২৯

২৪ ঘন্টার মধ্যে।

১৩

লে-অফ/লক আউট/বন্ধ/স্থানান্তরিত কারখানা/প্রতিষ্ঠানের বিবরণী

ধারা ১৬, বিধি ২৫(১), ৩২(ক)(অ) ও ৩২(খ)(ঈ), ফরম ১০

অনতিবিলম্বে


অফিস ঠিকানা : ১০ নং ভানুগাছ রোড, গোল চত্বর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ফোন : ০১৩১২২১৬৩৫৭, ই-মেইল : dig.moulvibazar@gmail.com