Wellcome to National Portal

🟣 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, মৌলভীবাজারের সাথে যোগাযোগের ঠিকানা ১০ নং ভানুগাছ রোড, গোল চত্বর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।  🟣 অত্র কার্যালয়ের অধিক্ষেত্রে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলাধীন কারখানা/প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেকর্ড-রেজিস্টার
ডাউনলোড
শ্রম আইন অনুযায়ী একটি আদর্শ নিয়োগপত্রের নমুনা.pdf ফরম ৬ - পরিচয়পত্র সরবরাহের নমুনা.pdf ফরম ৬ক - নিয়োগপত্র পরিচয়পত্র সার্ভিস বই রেজিস্টার.pdf ফরম ৭ - সার্ভিস বহি.pdf ফরম ৮ - শ্রমিক রেজিস্টার.pdf ফরম ৯ - ছুটির রেজিস্টার.pdf ফরম ১৯ - প্রসূতি সুবিধা গ্রহণকারীগণের রেজিস্টার.pdf ফরম ২০ - চুনকাম রেজিস্টার.pdf ফরম ২২ - অগ্নি নির্বাাপন প্রশিক্ষণ রেকর্ড.pdf ফরম ২২ক - অগ্নি নির্বাাপন মহড়ার রেকর্ড.pdf ফরম ২৩ - পিপিই সরবরাহ রেজিস্টার.pdf ফরম ২৪ - উত্তোলক যন্ত্র পরীক্ষার রেজিস্টার.pdf ফরম ২৫ক - প্রেসার ভেসেল পরীক্ষার রেজিস্টার.pdf ফরম ২৬ - বিপজ্জনক চালনায় স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়ন নমুনা.pdf ফরম ২৬ক - বিপজ্জনক চালনায় স্বাস্থ্য পরীক্ষার রেজিস্টার.pdf ফরম ২৭ - প্রত্যেক আহত ও নিহত ব্যক্তির জন্য পৃথক নোটিশ.pdf ফরম ২৮ - দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার নোটিশ এবং মাসিক দুর্ঘটনার প্রতিবেদন ছক.pdf ফরম ৩২ ভবনে উপযুক্ততা সম্পর্কে প্রত্যয়ন.pdf ফরম ৩৩ - ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটির রেজিস্টার.pdf ফরম ৩৪ - দৈনিক হাজিরা ও অধিকাল কাজের রেজিস্টার.pdf ফরম ৩৫ - মহিলাদের রাত্রিকালীন কাজে সম্মতিপত্র.pdf ফরম ৩৬ - মহিলা শ্রমিকদের রাত্রিকালীন কাজে সম্মতি প্রদানের রেজিস্টার.pdf ফরম ৩৭, ৩৭ক, ৩৭খ - কাজের সময় সূচি অনুমোদনের ফরম (১ পালা, ২ পালা, ৩ পালা).pdf ফরম ৩৮ - মজুরি রেজিস্টার.pdf ফরম ৩৯ - ক্ষতি বা বিনষ্টির জন্য মজুরি কর্তন রেজিস্টার.pdf ফরম ৭৭ - লাইসেন্স প্রাপ্তির আবেদন ফরম.pdf ফরম ৮০ - অর্ধবার্ষিক বিবরণী.pdf ফরম ৮১ - বার্ষিক বিবরণী দাখিলের ফরম.pdf তফসিল ৭ - শ্রমিক অনুপাতে বিভিন্ন শিল্প সেক্টরের লাইসেন্স ফি এবং নবায়ন ফি এর হার.pdf লে আউট প্লান.pdf

অফিস ঠিকানা : ১০ নং ভানুগাছ রোড, গোল চত্বর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ফোন : ০১৩১২২১৬৩৫৭, ই-মেইল : dig.moulvibazar@gmail.com